প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১:১৭:৪১

স্টাফ রিপোর্টার,মো:রিয়াজুল ইসলাম-
দেবহাটার বহেরায় প্রতিবছরের ন্যায় বহেরা যুব সংঘের সার্বিক ব্যবস্হাপনায় জাকজমকপূর্নভাবে বহেরার দেবহাটার ঐতিহ্যবাহী বহেরা সরকারি প্রার্থমিক বিদ্যালয় মাঠে ৬ দলীয় চাইনিজ ক্রিকেট টূর্নামেন্ট অনুষ্ঠিত হয় ।
উক্ত টূর্নামেন্টে এ বছর মেনন সেভেন্স চাম্পিয়ন অপরাজিত চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ফাইনালে ফারুক সেভেন্স ৫ উইকেটে পরাজিত করে ।
উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক শামিম ।
উপস্হিত ছিলেন কুলিয়া বিএনপি শাখার সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু সহ কুলিয়া ইউনিয়ন বিএনপি শাখার আরো অনেক নেতৃবৃন্দু উপস্হিত ছিলেন
খেলাটি কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পরিচালনা কমিটিতে ছিলেন শাহরিয়ার সজীব , সৌমিক , মুশফিকুর মেনন সহ আরো অনেকে। সঞ্চালনায় ও ধারাভাষ্যকারে ছিলেন রিয়াজুল ইসলাম বাবু , আব্দুর রশিদ ও আতাউর রহমান।

















