রাজনীতি

নির্বাচন নিরপেক্ষতা ও সমান আচরণের দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ৬:১০:০৮

শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্ব।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

প্রতিনিধি দলে আরও ছিলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি অভিযোগ করেন, মনোনয়ন যাচাই-বাছাইয়ে একই ধরনের অভিযোগ থাকা সত্ত্বেও কিছু প্রার্থীর মনোনয়ন বৈধ আর কিছু প্রার্থীর অবৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব—এই দুই বিষয়ে একক নীতির ব্যত্যয় ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, একটি বড় রাজনৈতিক দলের কিছু প্রার্থী অভিযুক্ত থাকা সত্ত্বেও তাদের বহাল রাখার জন্য নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে—যা সুষ্ঠু নির্বাচনের জন্য উদ্বেগজনক। নির্বাচন কমিশনকে কোনো ধরনের চাপ উপেক্ষা করে আরপিও অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় জামায়াত। অন্যথায় কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে বলেও তিনি সতর্ক করেন।

ডা. তাহের আরও বলেন, একটি বিশেষ দলের প্রধানকে অতিরিক্ত নিরাপত্তা ও প্রটোকল দেওয়ার অভিযোগ রয়েছে। যদি এমনটা হয়ে থাকে, তবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর আমীরকেও সমান প্রটোকল দিতে হবে। নচেৎ এটি সমান সুযোগের নীতির লঙ্ঘন হবে।

তিনি অভিযোগ করেন, কিছু জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তার আচরণে পক্ষপাতিত্বের লক্ষণ দেখা যাচ্ছে। এ বিষয়ে জামায়াত একটি তালিকা প্রস্তুত করছে এবং প্রয়োজন হলে প্রধান উপদেষ্টাকে হস্তক্ষেপের অনুরোধ জানানো হবে।

ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের জন্য অর্থ বরাদ্দ দেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত। একই সঙ্গে ভোটের গোপনীয়তা রক্ষায় ভোটকেন্দ্রের ভেতরে কোনো ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন যে বাহিনী বুথের বাইরে অবস্থান করবে।

ডা. তাহের আরও বলেন, প্রধান উপদেষ্টা নিজেই জানিয়েছেন—অনেক গুরুত্বপূর্ণ বিষয় তাঁকে জানানো হয় না। এজন্য সব তথ্য নিয়মিত জানার জন্য একটি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content