প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৬ , ৫:১৫:১১

সংবাদ-
আগের মতো আর কোনো সাজানো বা পাতানো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায়বিচার ও স্বচ্ছতার ওপর বিশ্বাসী এবং প্রত্যেক আবেদনকারী কমিশনের কাছ থেকে ইনসাফ পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গণে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
তিনি জানান, আপিলকারীদের প্রতিটি আবেদন আইন অনুযায়ী যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হবে। কোনো পক্ষের প্রতি বৈষম্য নয়, বরং সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য।
এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে আপিলকারীরা নির্বাচন কমিশনে উপস্থিত হতে শুরু করেছেন। প্রথম দিনেই ১৮টি আপিল আবেদন জমা পড়েছে। আপিল গ্রহণের এই কার্যক্রম চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

















