প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৪:২০:৩৮

সংবাদ:
রাজধানী ঢাকার পান্থপথ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আজিজুল হক মোসাব্বির নামে স্বেচ্ছাসেবক দলের এক সাবেক নেতা নিহত হয়েছেন। বুধবার (আজ) রাত সাড়ে ৮টার দিকে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের পেছনে স্টার কাবাব সংলগ্ন একটি গলিতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় আজিজুল হক মোসাব্বিরকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, তাঁর পেটে তিন রাউন্ড গুলি লেগেছিল। একই ঘটনায় আনোয়ার হোসেন নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন, যাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, স্টার কাবাবের পাশের ওই গলিতে দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয়। পরে তাঁদের বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত আজিজুল হক মোসাব্বির ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত











