সংবাদ:
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় পূবাইল থানা যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্তি এবং নতুন আংশিক কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভকারীরা তথাকথিত “অবৈধ ও পকেট কমিটি” বাতিলের দাবিতে স্লোগান দেন এবং ‘বুড়া কমিটি’, ‘কাউয়া কমিটি’, ‘বেলচা কমিটি’, ‘আলু কমিটি’, ‘বেলজিয়াম কমিটি’সহ বিভিন্ন নাম উল্লেখ করে প্রতীকী ঝাড়ু মিছিল করেন। নেতাকর্মীদের অভিযোগ, ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাদের উপেক্ষা করে একটি বিশেষ মহলের প্রভাবে এসব কমিটি গঠন করা হয়েছে।
ঝাড়ু মিছিলে উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের আহ্বায়ক আনোয়ার মোড়ল, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম রিজভী, সাবেক পূবাইল থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোহরাব হোসেন সরকার ও আজমিন খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পারভেজ হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, সহ-সভাপতি রোমাজ্জল হোসেন জামাল, ছাত্রদল নেতা জুলহাস জুবায়ের, মাহবুব খান (৪২ নং ওয়ার্ড যুবদল), ইয়াসিন পাঠানসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে কোনো চাপিয়ে দেওয়া কমিটি মেনে নেওয়া হবে না। তারা অবিলম্বে বিতর্কিত আংশিক কমিটি বাতিল করে তৃণমূলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ ও গ্রহণযোগ্য কমিটি গঠনের দাবি জানান।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ