প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৪:১৮:৪১

সংবাদ:
বিপিএলে মুস্তাফিজুর রহমান মানেই শেষ ওভারের ভরসা—আরেকবার সেটাই প্রমাণ হলো। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে রংপুর রাইডার্সের জিততে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। উইকেটে তখন মারকুটে ব্যাটার মোহাম্মদ মিঠুন ও সাব্বির রহমান রুম্মন। আধুনিক টি-টোয়েন্টিতে এমন সমীকরণ সাধারণত ব্যাটিং দলের পক্ষেই থাকে।
কিন্তু মুস্তাফিজ থাকলে সমীকরণ বদলে যায়। চাপের মুহূর্তে কাটার, লেংথ আর গতি পরিবর্তনের নিখুঁত মিশেলে শেষ ওভারে মাত্র ৪ রান দেন তিনি। ফলে ১০ রান ডিফেন্ড করে রংপুরকে এনে দেন ৫ রানের নাটকীয় জয়। টানটান উত্তেজনার ম্যাচে শেষ ওভারের ভেলকিতে আবারও নিজের বিশ্বমানের স্বাক্ষর রাখলেন ফিজ।
এই পারফরম্যান্স নতুন করে আলোচনায় এনেছে আইপিএলের প্রসঙ্গও। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মুস্তাফিজের খেলার কথা থাকলেও তা এখন আর সম্ভব হচ্ছে না। বিপিএলে এমন ধারাবাহিক ও পরীক্ষিত বোলিং দেখে কলকাতার আক্ষেপ বাড়াই স্বাভাবিক—যদিও তা প্রকাশ্যে নাও আসতে পারে।
তবে মুস্তাফিজের মনখানা খারাপ নয়। আইপিএল মিস করলেও বিপিএল তিনি দারুণ উপভোগ করছেন। রংপুরের অধিনায়ক সোহানের ভাষায়, ‘বিন্দাস’ আছেন ফিজ। মানসিকভাবে চাঙ্গা থাকাই যেন মাঠের পারফরম্যান্সে প্রতিফলিত হচ্ছে। আইএল টি-টোয়েন্টি মাতিয়ে এসে এখন বিপিএলেও ম্যাচের রাশ নিজের হাতে রাখছেন এই কাটার স্পেশালিস্ট।
সুযোগ থাকা সত্ত্বেও এমন বিশ্বমানের বোলারের সার্ভিস না পাওয়ার আক্ষেপ শুধু কলকাতা নাইট রাইডার্স নয়, পোড়াবে তাদের সমর্থকদেরও—আর বিপিএল জুড়ে ফিজ ম্যাজিকের গল্প

















