প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬ , ৩:৫৬:২৮

মানিক হোসেন বিজয়,স্টাফ রিপোর্টার-
প্রতারক চক্রের বিরুদ্ধে অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে গিয়ে ভয়াবহ হুমকি ও হামলার মুখে পড়েছেন সাংবাদিক ফিরোজ হোসেন নয়ন। রাজধানীর বনানী এলাকায় অবস্থিত এম আর ইন্টারন্যাশনাল নামের কথিত প্রতিষ্ঠানের আড়ালে সক্রিয় একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেলে তাকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি সরাসরি হামলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, চক্রটির প্রধান হিসেবে মির্জা রকিবুর রহমান রাসেল ও একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেলিম ওরফে শেখ শোয়েব সহ একাধিক অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নামে–বেনামে ভুয়া প্রতিষ্ঠান খুলে গ্রামগঞ্জের অসহায় মানুষদের বিদেশে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে আসছে।
অনুসন্ধান চলাকালে চক্রটি কথিত সেন্ট্রাল যুবদল নেতা ফায়েজ নামের একজনকে ব্যবহার করে ঘটনাস্থলে সাংবাদিক নয়নের ওপর মিথ্যা রাজনৈতিক ট্যাগ আরোপ করে হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি আঁচ করতে পেরে কৌশলে সেখান থেকে নিরাপদে সরে যান সাংবাদিক নয়ন। তবে এরপর থেকেই তাকে ও তার পরিবারকে মুঠোফোনে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীরা জানান, এই চক্রটি তাদের অপকর্ম পরিচালনার জন্য রাজনৈতিক পরিচয় ও দেশের বিভিন্ন বড় বড় মিডিয়া চ্যানেলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে থাকে। কেউ প্রশ্ন তুললে ভয়ভীতি, প্রভাবশালী পরিচয়ের দোহাই কিংবা হামলার হুমকি দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়।
অভিযোগে আরও জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে কখনো রাশিয়া, কখনো সাইপ্রাস, কখনো আবার দুবাইয়ের ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে জাল কাগজপত্রের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। টাকা নেওয়ার পর অনেক ক্ষেত্রে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—এই প্রতারক চক্রটির বিরুদ্ধে এর আগেও পল্টন থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণা ও মানব পাচার সংক্রান্ত মামলা রয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এরপরও তারা প্রকাশ্যে একই ধরনের অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে সাংবাদিক সমাজে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিক নেতারা বলছেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এভাবে হামলা ও হত্যার হুমকি স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।
তারা দ্রুত সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার, বিদ্যমান মামলাগুলোর অগ্রগতি প্রকাশ এবং সাংবাদিক নয়নের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

















