নির্বাচন

ভোটার সংখ্যায় শীর্ষে গাজীপুর-২, তলানিতে ঝালকাঠি-১

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৯:১৮:৩০

শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক ভোটার তালিকা বিশ্লেষণে দেখা গেছে, দেশের সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর-২ সংসদীয় আসনে। আর সবচেয়ে কম ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে।

নির্বাচন কমিশনের প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, গাজীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। এটিই একমাত্র আসন, যেখানে ভোটার সংখ্যা আট লাখের ঘর অতিক্রম করেছে।

ভোটারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা-১৯ আসন, যেখানে ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। তৃতীয় স্থানে গাজীপুর-১ আসন, সেখানে ভোটার সংখ্যা ৭ লাখ ২০ হাজার ৯৩৯ জন।

অন্যদিকে, দেশের সবচেয়ে কম ভোটার রয়েছে

ঝালকাঠি-১ আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।

ভোটার তালিকা বিশ্লেষণে দেখা যায়,

৭ লাখের বেশি ভোটার রয়েছে ৩টি আসনে—ঢাকা-১৯, গাজীপুর-১ ও নোয়াখালী-৪।

৬ লাখের বেশি ভোটার রয়েছে ৭টি আসনে, যার মধ্যে রয়েছে ময়মনসিংহ-৪, সিলেট-১, কুমিল্লা-৬, ব্রাহ্মণবাড়িয়া-৩, ঢাকা-১৮, যশোর-৩ ও কুড়িগ্রাম-২।
৫ লাখের বেশি ভোটার রয়েছে ৫২টি আসনে এবং
৪ লাখের বেশি ভোটার রয়েছে ১১৩টি আসনে।
এছাড়া, ৩ লাখের বেশি ভোটার রয়েছে ১০৪টি আসনে এবং ২ লাখের বেশি ভোটার রয়েছে ২০টি সংসদীয় আসনে।

নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুন