সারাদেশ

যশোরে সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতা নিহত, এলাকায় উত্তেজনা

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৬:০৩:২১

শেয়ার করুন

সংবাদ-
যশোর শহরের শংকরপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আলমগীর হোসেন (৫৫) নামে বিএনপির এক নেতা নিহত হয়েছেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকায় নয়ন কাউন্সিলরের কার্যালয়ের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথার বাম পাশে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত আলমগীর হোসেনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আলমগীর হোসেন মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে। তার বাড়ি যশোর কোতোয়ালি থানাধীন ইসাহাক সড়ক, শংকরপুর এলাকায়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে—সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় শংকরপুরসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content