মায়ের দাফন সম্পন্ন হওয়ার পর গভীর শোক ও নিঃশব্দ বেদনা নিয়ে বাসায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সারাদিনের জানাজা, দাফন ও আনুষ্ঠানিকতা শেষে তাকে সংযত, শান্ত কিন্তু বিমর্ষ অবস্থায় দেখা যায়।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার পর তিনি সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে প্রবেশ করেন।
এর আগে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাফনকে ঘিরে জিয়া উদ্যান ও আশপাশের এলাকা ছিল শোকাচ্ছন্ন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে শোকের আবহে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও অতিরিক্ত জনসমাগমের কারণে কয়েকটি স্থানে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়।
শেষ বিদায়ের আবেগঘন মুহূর্তে অনেকেই নিজেদের অনুভূতি ধরে রাখতে পারেননি। কান্না, দোয়া ও নীরব প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হয় সাবেক প্রধানমন্ত্রীর দাফন।
দাফন শেষে শোকাহত পরিবেশেই বাসার পথে রওনা হন তারেক রহমান। দিনভর ব্যক্তিগত বেদনা ও শোকের ভারে তাকে গভীরভাবে নীরব ও বিমর্ষ দেখা যায়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ