প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৬ , ৪:৪৩:৫৫

~নাম তার শামীম—
কথা আর কাজের মাঝে
যে দূরত্ব, সেটাই আজ
হাতিয়ার সবচেয়ে বড় শেখা।
উড়ে এসে জুড়ে বসে
নিজে গড়ে ইতিহাস,
মাটির গন্ধ না চিনলে
নেতৃত্ব হয় কাগজের আশ্বাস।
রোড-ঘাট চেনে না সে,
চেনে না মানুষের ব্যথা,
ভাড়াটিয়া কণ্ঠে উচ্চারিত
প্রতিটি শব্দই ফাঁপা কথা।
গুটিকয়েক মুখের বাহবা
তাকে বানায় মহান,
কিন্তু জনতার নীরবতাই বলে_
এই পথ নয় সম্মানের স্থান।
জং ধরা হাতিয়াতে
যে রঙ লাগাতে চায় কেউ,
তার বিরুদ্ধেই জ্বলে ওঠে
স্বার্থে অন্ধ হওয়া ঢেউ।
লুটপাটে নাম লিখে
যারা পরিচিত হয়,
তাদের চোখে উন্নয়ন
সবচেয়ে বড় ভয়।
হাতিয়ার ভালো কিছু দেখলে
যদি তোমার ভেতর পুড়ে,
জেনে রেখো_
তোমার রাজনীতি আগেই মরে।
হাতিয়া মনে রাখবে কাজ,
মনে রাখবে নীতি,
সময়ই শেখাবে_
কে ছিল শব্দের নেতা,
আর কে ছিল মানুষের প্রতিনিধি।





