আইন-শৃঙ্খলা

সাতক্ষীরার দেবহাটায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চোর সিন্ডিকেটের ২ সদস্যসহ মোট ৩ জন আটক

  প্রতিনিধি ১৮ জানুয়ারি ২০২৬ , ১:৪৬:০০

শেয়ার করুন

রিয়াজুল ইসলাম,স্টাফ রিপোর্টার- সাতক্ষীরায় দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমান চুরির মালামালসহ ২জন আটক হয়েছে। এছাড়া অপর এক অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আরেকজন আসামী আটক হয়েছে।

এবিষয়ে পল্লী বিদ্যুতের দেবহাটা সাব জোনাল অফিসের ইনফোরসমেন্ট কোঅর্ডিনেটর মাহফুজা খাতুন বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-০৮, তাং-১৭/০১/২৬ ইং।

পুলিশ সূত্র মতে, পুলিশ সুপার আরেফিন জুয়েল, বিপিএম এর সার্বিক দিকনির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে সংগীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৭/০১/২০২৬ তারিখ বিকালের দিকে দেবহাটা থানার নওয়াপাড়া ইউপি এলাকাধীন কামিনিবসু গ্রাম এলাকা থেকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের শহিদুল সরদারের ২ ছেলে রবিউল ইসলাম (২৮) ও রওনকুল ইসলাম (২৪) কে ১টি আবাসিক ১০ কেভিএ ট্রান্সফরমারের ৫০ (পঞ্চাশ) কেজি তামার কয়েল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, লোহার রড, সেফটি বেল্টসহ ২ জন চোর এবং একই তারিখ রাত সাড়ে ৯টার দিকে পারুলিয়া গ্রাম এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের সানাউল্লাহ গাজীর ছেলে মোশারফ হোসেনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ১৮ জানুয়ারী বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content