চট্টগ্রাম

সোনাগাজীতে মহিলাকে গাছে বেঁধে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ ; বিচার দাবি

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৬ , ১:৫৪:২২

শেয়ার করুন

ফেনীর সোনাগাজীতে এক নারীকে নারিকেল গাছের সাথে বেঁধে মারধোর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চরছান্দিয়া ইউনিয়নে। ঘটনার বিবরণে জানা যায়, পারিবারিক পূর্ব বিরোধকে কেন্দ্র করে গত ২৫/০১/২০২৬ ইং সকাল ৮টায় নুপুর আক্তার নামীয় জনৈক নারী (লাল ভুয়ার বাড়ী), ৫নং ওয়ার্ড, ৬নং চরচান্দিয়া ইউনিয়ন,সোনাগাজী, ফেনী।

একই বাড়ীর নিম্নে বর্ণিত লোকজন ১. বেলাল হোসেন পিতা-আব্দুল মোতালেব, ২. জাহেদ হোসেন পিতা- আব্দুল মোতালেব, ৩. নুরা মিয়া পিতা- মোঃ গফুর ড্রাইবার ও তাদের পরিবারের লোকজন সংঘবদ্ধ হয়ে বাদী নুপুর আক্তারকে রশি দিয়ে বেঁধে টেনেহিঁচড়ে বিবাদীর উঠানে থাকা নারিকেল গাছের সাথে বেঁধে মারধোর করে, শরীরে মারাত্মক ফুলা জখম করে, পাশাপাশি পুরুষ আসামীগণ শ্লীলতাহানি করে বলে জানিয়েছেন ভিকটিম নুপুর আক্তার।

নুপুর আক্তার আরও জানান, বিবাদীরা তাদের খড়ের চিন পুড়ে যাওয়ার ঘটনায় আমাকে দায়ী করে ঘটনার দিন কিল ঘুষি লাথি মেরে মারধোর করে এবং অকথ্য গালিগালাজ সহ প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। এমতাবস্থায় কেউ একজন ৯৯৯-কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমার হাতের বাঁধন খুলে আমাকে বিবাদীদের হাত থেকে উদ্ধার করেন।

ভিকটিম নুপুর আক্তার এই ঘটনায় সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং ঘটনার তদন্ত করে সুষ্ঠু বিচার করার দাবি জানান তিনি।

সোনাগাজী মডেল থানার সাব ইনস্পেক্টর এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, ইতিমধ্যে ২ পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content