সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী উপজেলার ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান হাজী মনুমিয়া জামে মসজিদে নবগঠিত পরিচালনা কমিটির ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৩ জানুয়ারি, শুক্রবার, জুম্মার নামাজের সময় মুসল্লিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নবগঠিত কমিটির ঘোষণা দেওয়া হয়। এতে জনাব মোহাম্মদ আবুল কাদেরকে সভাপতি এবং জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ও ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উল্লেখ্য, হাজী মনুমিয়া জামে মসজিদটি মঙ্গলকান্দি ইউনিয়নের অন্যতম সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী মসজিদ, যা দীর্ঘদিন ধরে ইবাদত, দ্বীনি শিক্ষা ও সামাজিক ঐক্যের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঢাকাস্থ সোনাগাজী সমিতির সাধারণ সম্পাদক জনাব আলমগীর হোসেন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং মঙ্গলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক ইঞ্জিনিয়ার মোতায়ের হোসেন চৌধুরী এবং সোনাগাজী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মোঃ গিয়াস উদ্দিন, জহিরুল ইসলাম, নুর আলম, মাহবুল হক, মোঃ আবুল কাশেম, মোঃ বাচ্চু মিয়া, নেজাম উদ্দিন, নুরুল আমিন, মোঃ আবুল খায়ের, জসিম উদ্দিন, গোলাম সারোয়ার, মোঃ আরিফুর রহমান, তারিকুল ইসলাম, মোঃ মানিক, আব্দুর রহিম, মোঃ মোশাররফ, মোঃ আলাউদ্দিন, নুর আলম, রবিউল হাসান, নুর সরওয়ার কামরুল, মোঃ ফিরোজ, মোহাম্মদ সাইদ হোসেন, মাহমুদুল হাসান, মাহামুদুল হাসান বিপ্লব, কাসেম, কামাল, কাসেম মিস্ত্রী, সাইফুল্লাহ মনসুর, তাজল চৌকিদার প্রধান উপদেষ্টা নজরুল ইসলামসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মির্জা তানিম, আবুল মঞ্জের সবুজ, আব্দুল হাই মানিক, মোহাম্মদ সোহেল , আকবরসহ মসজিদের মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের একপর্যায়ে নবনির্বাচিত কমিটির সদস্যরা কুরআন ও সুন্নাহর আলোকে মসজিদের সার্বিক দায়িত্ব পালন, স্বচ্ছতা বজায় রাখা ও ঐক্য রক্ষার শপথ গ্রহণ করেন। শেষে দেশ, জাতি ও মসজিদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ