রাজনীতি

হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশে ‘মার্চ ফর ইনসাফ’, চূড়ান্ত আন্দোলনের হুঁশিয়ারি

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ৪:৩৯:৩৩

শেয়ার করুন

সংবাদ-
শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আজ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) শাহবাগে আয়োজিত এক অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। সেখানে আবদুল্লাহ আল জাবের বলেন, অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে গিয়ে হাদি হত্যার বিচার নিশ্চিতে সহযোগিতা চাওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদির হত্যাকারী ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। অন্যথায় আরও কঠোর ও চূড়ান্ত আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। পরিবারের সিদ্ধান্তে পরবর্তীতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
পরদিন ১৯ ডিসেম্বর রাতে তার মরদেহ দেশে আনা হয় এবং ২০ ডিসেম্বর ময়নাতদন্ত শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content