প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ১২:১৫:১৩
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি। রোববার (১০ ডিসেম্বর) মানবাধিকার লঙ্ঘনের শিকার হওয়া দলীয় নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে জেলা শহরের জজকোর্ট রোডে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ গাজীপুর, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গাজীপুর, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি), জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দলসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও গাজীপুর বারের সাবেক সভাপতি ড. মো. সহিদউজ্জামানের সভাপতিত্বে এবং বারের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগ বিবেক হারিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে বন্দি রেখে তামাশার নির্বাচনের আয়োজন করেছে। কিন্তু জনগণ তাদের সাজানো এই নির্বাচনী নাটক রুখে দেবে।
তিনি বলেন, সরকার পুলিশ ও তার দলীয় ক্যাডার দিয়ে সারাদেশে শান্তি বাহিনীর মতো সন্ত্রাস সৃষ্টি করেছে। বিএনপিসহ বিরোধী মতের হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, মামলা ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ও জ্বালিয়ে দিয়ে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।