সারাদেশ

খুলনায় পুকুরে মিলল ইলিশ

  প্রতিনিধি ২০ জানুয়ারি ২০২৪ , ১২:০৭:৩৪

শেয়ার করুন

খুলনার পাইকগাছায় একটি সরকারি পুকুরে ধরা পড়ল জোড়া রুপালী ইলিশ। শুক্রবার (১৯ জানুয়ারি) উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে এ মাছ পাওয়া যায়।

 

ছুটির দিনে বিনোদনে জন্য পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। দুপুরের দিকে শখ করে উপজেলার সোলাদানা ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি পুকুরে মাছ ধরার ইচ্ছা হয় তাদের।

পরে মাছ ধরার লোক ও জাল নিয়ে আসা হয়। সেই জালে ধরা পড়ে প্রায় দেড় কেজি ওজনের এক জোড়া রুপালী ইলিশ।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন বলেন, শিবসা নদীর কাছাকাছি পুকুর হওয়ায় কোনোভাবে ইলিশের পোনা পুকুরে চলে আসতে পারে বলে ধারনা করা হচ্ছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content