প্রতিনিধি ২৪ জানুয়ারি ২০২৪ , ১০:৩৩:২১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তারেক রহমান যোগ্য উত্তরসূরি হিসেবে সারা জাতিকে একদিকে নিয়ে আসছেন। আসুন আমরা সাহস করে আমাদের কাজটা অব্যাহত রাখি। সময় কত লাগবে জানি না। আমরা যদি আমাদরে কাজটা সাহস করতে করতে পারি, সময়টাও স্বল্প হয়ে যাবে।
আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মিলাদ মাহফিলে অংশ নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আরাফাত রহমান কোকো যখন মারা গেলেন, তখন জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াও কার্যালয়ে বন্দি ছিলেন। যেদিন জানাজা হল, সেদিন কারারক্ষিরাও বলতেছে, কোকোর জানাজা, জিয়াউর রহমানের চেয়েও বড় হয়ছে। সেই দিন জাতীয়তাবাদী শক্তি জানান দিয়েছিল। সেই দিন মনে সাহস হয়েছিল। আজকে যদি আমরা তারেক রহমানের নেতৃত্বে সফল হতে পারি, তাহলেই কেবল জিয়া পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদনটা সঠিক হবে, যথার্থ হবে।’
কোকোর রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি থেকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীসহ দলের সিনিয়র নেতারা দোয়া মাহফিলে অংশ নেন।