আন্তর্জাতিক

ফের জান্তার দখলে মিয়ানমারের মোমেইক

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২৪ , ১০:০৫:০৬

শেয়ার করুন

মিয়ানমারের জান্তা সেনারা উত্তরাঞ্চলীয় শান রাজ্যের মোমেইক (মংমিট) ফের দখলে নিয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) ও তাদের মিত্র প্রতিরোধ বাহিনী শহর থেকে পিছু হটলে জান্তা সেনারা শহরটি পুনরুদ্ধার করে। শহরটি পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে কমপক্ষে আট বাসিন্দাকে হত্যা করেছে জান্তা সৈন্যরা, পুড়িয়ে দিয়েছে বাড়িঘর। খবর ইরাবতি।

থাইল্যান্ড ভিত্তিক গণমাধ্যম ইরাবতি আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, কেআইএ অল বার্মা স্টুডেন্টস ডেমোক্রেটিক ফ্রন্ট (এবিএসডিএফ) ও পিপলস ডিফেন্স ফোর্সের একটি সম্মিলিত বাহিনী গত ১৮ জানুয়ারি শহরে আক্রমণ করে। ২৫ জানুয়ারি শহরের নিয়ন্ত্রণ নেওয়ার ঘোষণা দেয় তারা। তবে, জান্তারা মশাল জ্বালিয়ে আসতে থাকলে একই সন্ধ্যায় আবার পিছু হটে তারা। শহরটি থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা এসব তথ্য জানায়।

 

এক বাসিন্দা বলেন, ‘জান্তা সৈন্যরা এখন শহরে অবস্থান করছে এবং বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। তারা পলাতক বাসিন্দাদের গ্রেপ্তার করেছে। এরইমধ্যে পাঁচজন তাদের বাড়িতে থাকা পশুদের খাওয়াতে ও বাড়ি ঠিক আছে কি না দেখার জন্য ফিরলে তাদের গ্রেপ্তার করেছে জান্তারা।’

শহরের বাস্তুচ্যুত লোকজনকে সহায়তা করা স্থানীয় এক স্বেচ্ছাসেবকের মতে, জান্তা সৈন্যরা মোমেইকে বাড়িঘর পুড়িয়ে দিতে মুসলিম বন্দিদের বাধ্য করছে। এর মাধ্যমে জান্তা বাহিনী শহরে বিভাজনের বীজ বপন করতে চাইছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content