প্রবাসীদের কথা

নিউইয়র্কের সড়কে বাংলাদেশি দম্পতির মৃত্যু, আশঙ্কাজনক মেয়ে

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪ , ৯:১৭:২৮

শেয়ার করুন

নিউ ইয়র্কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শনিবার সকালে বিনহামটন যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। এতে নিউ ইয়র্কের জ্যামাইকায় বসবাসকারী হাফিজ আহমেদ আঞ্জেল এবং তার স্ত্রী সাথী আহমেদ নিহত হন । আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে লাইফ সাপোর্টে ছিলো তাদের আট বছর বয়সী মেয়ে রাইদা ।

জানা গেছে, নিউ ইয়র্ক থেকে হাফিজ আহমেদ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বিনহামটন যাচ্ছিলেন । যাওয়ার পথে নিউ ইয়র্ক সময় শনিবার সকাল ১১টায় তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । এতে স্বামী-স্ত্রী দুজনই মৃত্যুবরণ করেন। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করা হয়েছে । একজন ড্রাইভারের কারণে একই রুটে (৬ নং রোড) ৩টি গাড়ীর সংঘর্ষ হয় । পুলিশ সেই চালককে খুঁজছে যে সংঘর্ষের পর পালিয়ে গেছে ।
নিহত হাফিজ আহমেদের দেশের বাড়ি গাজীপুর, স্ত্রী সাথী আহমেদের দেশের বাড়ি বরিশাল। সাথী আহমেদ যুক্তরাষ্ট্র সম্মিলিত বরিশাল বিভাগবাসী সংগঠনের সহ- সাধারণ সম্পাদক।

তাদের মৃত্যুতে নিউ ইয়র্কস্থ বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content