প্রতিনিধি ১৫ মার্চ ২০২৪ , ১০:১১:২২

কারাবন্দী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব নবী উল্লাহ নবী’র বাসায় পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে তার বাসায় গিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামসহ বিএনপি নেতারা।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যার পর নেতারা নবীর যাত্রাবাড়ী নবীনগরস্থ বাসভবনে আসেন। এসময় নবীর অসুস্থ সহধর্মিণীসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম, সদস্য জামসেদুল আলম শ্যামল, প্রচার সেলের সদস্য মাহফুজ কবির মুক্তা, ডেমরা থানা বিএনপি নেতা আনিসুজ্জামান, খোরশেদ আলম, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব, আতিকুল হকসহ প্রমূখ নেতৃবৃন্দ।

















