আন্তর্জাতিক

লন্ডনে রেল স্টেশনের প্রস্থান বোর্ডে রমজানের বার্তা, তদন্তে রেল কর্তারা

  প্রতিনিধি ২১ মার্চ ২০২৪ , ৩:৩৫:২৬

শেয়ার করুন

রাজধানী লন্ডনের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ”কিংস ক্রস” স্টেশন । এখান থেকে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে প্রতিদিন যাতায়াত করছেন শত শত মানুষ। স্টেশনের সর্বত্র লাগানো আছে ডিজিটাল প্রস্থান বোর্ড, এখান থেকে দেখা যায় ট্রেন আসা ও ছেড়ে যাওয়ার সময় সূচি। এবার এই কিংস ক্রস স্টেশনের প্রস্থান বোর্ডে রমজানের বার্তা দেখানো হয়েছে।

১০ই মার্চ থেকে ৯ই এপ্রিল পর্যন্ত চলা পবিত্র রামাদানের জন্য বৈচিত্র্যপূর্ণ উদ্যোগের অংশ হিসাবে ২০শে মার্চ মঙ্গলবার লন্ডন স্টেশনে ট্রেনের সময়সূচির সঙ্গে যাত্রীদের একটি সিরিজ ইসলামিক আয়াত দিয়ে স্বাগত জানানো হয়েছিল, যা নবী মোহাম্মদকে উদ্ধৃত করে। এর পর থেকে বিষয়টি নিয়ে খ্রিষ্ট ধর্মের মানুষেরা সমালোচনা করছেন। এর পর ইলেকট্রনিক ডিসপ্লে বার্তাটি মুছে ফেলেছে রেল কর্তৃপক্ষ।

রেল কর্তৃপক্ষ বলছে , নেটওয়ার্ক রেলের প্রধানরা ইলেকট্রনিক ডিসপ্লে বার্তাটি মুছে ফেলেছে যা নবী মোহাম্মদকে উদ্ধৃত করেছে এবং কেন এটি উদ্‌যাপনের রমজান তথ্যের পরিবর্তে স্টেশনে দেখানো হয়েছিল তা তদন্ত করছে। ব্রিটেনের রেলওয়ে অবকাঠামো পরিচালনাকারী সরকারি সংস্থার একজন মুখপাত্র বলেছেন, আমরা আমাদের বৈচিত্র্যময় যাত্রী এবং কর্মচারীদের ভিত্তি প্রতিফলিত করার জন্য কিংস ক্রসে বড়দিন থেকে রমজান পর্যন্ত সমস্ত বড় ধর্মীয় উৎসব উদ্‌যাপন করি।তবে ডিসপ্লেতে এরকম একক ধর্মীয় বার্তা প্রচার করা হয়নি। এটি কিভাবে হলো তা অবশ্যই তদন্ত করে বের করা হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content