প্রতিনিধি ২৪ মার্চ ২০২৪ , ১:৫৩:৪৭

স্টাফ রিপোর্টার : সাতক্ষীরার দেবহাটা উপজেলার গোপাখালী ব্রীজের উপর থেকে লাফিয়ে লাফিয়ে খেলা করার সময় নূরনবী (১৩) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। নিহত ওই শিশু দেবহাটা উপজেলার চর শ্রীপুর গ্রামের শরিফুল ইসলামের পুত্র। জানা গেছে, আজ নূরনবী ও তার বন্ধুরা মিলে গোপাখালী ব্রীজের উপর থেকে খালের পানিতে লাফিয়ে পড়ে খেলছিল। কিন্তু নূরনবী লাফিয়ে পড়ে আর উঠতে পারেনি। এলাকাবাসী মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মৃত্যু অবস্থায় ছেলেটির লাশ উদ্ধার করেছে। শিশুটির মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো:রিয়াজুল ইসলাম/হক_কথা

















