প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৪ , ৫:০০:৩৬

সাতক্ষীরা প্রতিনিধি- বাংলাদেশ কংগ্রেসের উদ্যোগে শুক্রবার (২৬ এপ্রিল) বিকাল ৫টায় ঢাকাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দলের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব আব্দুল্লাহ আল-মামুন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রউফ খান, কেন্দ্রীয় সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ ফজলুর রহমান, সেলিম রেজা বাচ্চু প্রমূখ।
তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। বিনামূল্যে খাবার স্যালাইন,পানি, ছাতা বিতরণসহ মানবিক সহায়তা নিয়ে শ্রমজীবী জনতার পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়াও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন, জেলা – উপজেলা পর্যায়ে সাংগঠনিক সফর সম্পর্কে আলোচনা হয়েছে।
মো:আদম আলী/হক_কথা











