সারাদেশ

নাটোরে ইয়াবাসহ কৃষি কর্মকর্তা আটক

  প্রতিনিধি ২ মে ২০২৪ , ১২:১৬:৪৩

শেয়ার করুন

নাটোরের বাগাতিপাড়ায় ২০ পিস ইয়াবাসহ কাউসার আহমেদ (২৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া উপজেলা পরিষদের পার্শ্ববর্তী ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক কাউসার আহমেদ পার্শ্ববর্তী চারঘাট উপজেলার হাবিবপুর এলাকার হোসেন আলীর ছেলে এবং বাগাতিপাড়া উপজেলা কৃষি দপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। অপরজন একই এলাকার আবুল কালামের ছেলে ভ্যানচালক মাসুদ আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ কাউসার আহমেদের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে। ঘণ্টাব্যাপী অভিযানে ২০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বাগাতিপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content