প্রতিনিধি ২৯ মে ২০২৪ , ১০:৪০:৪৮
এয়ার টার্বুলেন্সের কবলে পড়া যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুরের এয়ারলাইনসের ওই উড়োজাহাজ মাত্র ৪ দশমিক ৬ সেকেন্ডে ১৭৮ ফুট বা ৫৪ মিটার নিচে নেমে যায়। সিঙ্গাপুরের ভিত্তিক তদন্তকারী সংস্থা ‘দি ট্রান্সপোর্ট সেফটি ইনভেস্টিগেন ব্যুরো-(টিএসআইবি)’ এর প্রাথমিক তদন্ত রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ফ্লাইটটি স্বাভাবিকভাবেই চলছিল। তবে ফ্লাইটটি যখন দক্ষিণ মিয়ানমারে ৩৭ হাজার ফুট বা ১১ হাজার ৩০০ মিটার উপর দিয়ে চলছিল তখন এই টার্বুলেন্সের কবলে পড়ে। রিপোর্টে বলা হয়েছে, ৪ দশমিক ৬ সেকেন্ডে উড়োজাহাজটি ৩৭ হাজার ৩৬২ ফুট থেকে ৩৭ হাজার ১৮৪ ফিট নিচে নেমে যায়। ওই ফ্লাইটে থাকা ক্রু এবং যাত্রীদের আহত হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে এ ঘটনাকে দায়ী করেছে ওই তদন্তকারী সংস্থা। তবে তাদের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভবত যারা সিটবেল্ট পরা ছিল না তারাই বেশি আহত হয়েছে।
ওই ফ্লাইটে থাকা ক্রুর মাধ্যমে পাইলট জানতে পারেন কেবিনে থাকা অনেক যাত্রী আহত হয়েছে। এরফলে যুক্তরাজ্যের লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইনসের ওই ফ্লাইটটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। এয়ার টার্বুলেন্সের কারণে মাঝ আকাশে ফ্লাইটটিতে তীব্র ঝাঁকুনি তৈরি হলে জিওফ কিচেন নামে এক ব্রিটিশ যাত্রী মারা যান। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ওই ফ্লাইটে থাকা আলি বুখারি বিবিসিকে জানিয়েছেন, তিনি তাঁর স্ত্রীসহ ওই ফ্লাইটে ছিলেন। তারা সিট বেল্ট বাধা অবস্থায় ছিলেন। মনে হচ্ছিল উড়োজাহাজটি সোজা নিচের দিকে নেমে যাচ্ছে। এটা একটি ভয়ংকর অভিজ্ঞতা ছিল। মনে হচ্ছিল রোলার কোস্টারে সোজা নিচের দিকে নামিয়ে নিয়ে যাচ্ছিল।
এদিকে, সিঙ্গাপুরের তদন্তকারীরা, ফ্লাইটটির ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডারে সংরক্ষিত ডেটা বের করেছে।
বলা হচ্ছে, টার্বুলেন্সের কবলে পড়ার প্রায় ১৭ মিনিট পর উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হোন পাইলট। তবে, ব্যাংককে অবতরণের আগ পর্যন্ত আর কোনো টার্বুলেন্সের কবলে পড়েনি ফ্লাইটটি।
আহত ১০৪ যাত্রীকে ব্যাংকক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ওই ঘটনায় আহত যাত্রী ও ক্রদের হাসপাতালের ব্যয় বহন এবং তদন্ত কাজে সহযোগিতা করার কথা জানিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স।
প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসের বোয়িং ৭৭৭–৩০০ইআর উড়োজাহাজটিতে ২১১ জন যাত্রী ও ১৮ জন ক্রু ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।