আন্তর্জাতিক

নেপালে ভয়ঙ্কর ভূমিধস

  প্রতিনিধি ৩০ জুন ২০২৪ , ৯:২০:৩৯

শেয়ার করুন

 

নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন।শনিবার দেশটির সরকারি এক কর্মকর্তা পশ্চিমাঞ্চলের একাধিক এলাকায় ভূমিধসে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন।

নেপালের ন্যাশনাল ডিজাস্টার রেসকিউ অ্যান্ড রিডাকশন ম্যানেজমেন্ট অথরিটি জানিয়েছে, রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে দেশটির পার্বত্য অঞ্চলের তিনটি পৃথক এলাকায় ভূমিধসের কারণে ঘরবাড়ি চাপা পড়েছে। গুলমি জেলার মালেকা গ্রামে ঘুমন্ত অবস্থায় ভূমিধসে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দম্পতি, তাদের পুত্রবধূ এবং ৮ মাস বয়সী একটি মেয়েসহ দুই নাতি-নাতনি ছিলো। কর্মকর্তারা জানিয়েছেন, পার্শ্ববর্তী বাগলুং জেলায় আরও দু’জন এবং সায়াংজা জেলায় আরও দুজন নিহত হয়েছেন। সাধারণত জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নেপালে বর্ষা ঢুকে পড়ে। এ বছর নির্দিষ্ট সময়েই ১৩ জুন আনুষ্ঠানিকভাবে হিমালয়ের দেশটিতে প্রবেশ করেছে বর্ষা। তারপর থেকেই প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন অংশে দুর্ঘটনা ঘটেছে।

 

ভূমিধস, হড়পা বান, বজ্রাপাতে মৃত্যু লেগেই রয়েছে। তবে এরফলে বুধবার সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশটিতে। জানা যাচ্ছে, গত ১৭ দিনে নেপালে বজ্রপাতের ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের এবং ভূমিধসের কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির ৩৩ টি জেলা। একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণত জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত দেশটিতে সক্রিয় থাকে মৌসুমী বায়ু। এই সময়ের মধ্যে প্রতিবছর প্রচুর ক্ষয়ক্ষতি হয় দেশটিতে। এবারও ক্ষয়ক্ষতি অব্যাহত রইল। এই ঘটনায় শোক প্রকাশ করেছে নেপালের স্বরাষ্ট্র মন্ত্রক। এইসব প্রাকৃতিক বিপর্যয়ের পরেই আহতদের উদ্ধারে তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে এনডিআরএমএ।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


শেয়ার করুন