জাতীয়

স্লোগানে উত্তাল শহীদ মিনার এলাকা, হাজারো মানুষের ঢল

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ১২:০৩:৪৭

শেয়ার করুন

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীসহ হাজারো বিক্ষোভকারী।

শনিবার ( ৩ আগস্ট) বৃষ্টি উপেক্ষা করেই দুপুর ১২টার দিক থেকে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। ৩টার দিকে কয়েক হাজার সাধারণ মানুষ সেখানে জড়ো হন। এসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় শহীদ মিনারের আশেপাশের এলাকা।

প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শহীদ মিনারের আশেপাশের এলাকা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ জড়ো হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভূক্ত একটি কলেজের শিক্ষার্থীরা বলেন, আমরা এই মুহূর্তে সরকারের পদত্যাগ দাবি করছি, কারণ এই সরকারের অধীনে আমাদের ভাইয়ের খুনিদের বিচার আমরা পাব না। আমাদের অনেক ভাইকে পুলিশ গুলি করে হত্যা করেছে। একমাত্র সরকারের পদত্যাগ ছাড়া এইসব খুনের বিচার হবে না।’

এসময় সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড হাতে সেখানে করতালির মধ্য দিয়ে তারা এসব স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে বেশ কয়েকজন রিকশাচালককেও স্লোগান দিতে দেখা যায়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content