সারাদেশ

চট্টগ্রামে একাধিক বিএনপি নেতার বাসায় হামলা, ভাঙচুর ও আগুন

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৪ , ৬:১৬:১২

শেয়ার করুন

চট্টগ্রামে বিএনপি নেতাদের বাসায় হামলা চালিয়েছে ছাত্রলীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শনিবার রাতে এসব হামলা চালানো হয়।
হামলাকারীরা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মেহেদীবাগের বাসায় হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সাবেক প্রতিমন্ত্রী মীর নাছির উদ্দিন ও তার ছেলে ব্যারিস্টার মীর হেলালের চট্টেশ্বরী রোডের বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর করে। নগর বিএনপির সভাপতি এরশাদ উল্ল্যাহর পাঁচলাইশের বাসায় গাড়ি ভাঙচুর করে। নগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেনের বাসায় ভাঙচুর করার পাশাপাশি প্যাকিং এ থাকা বিভিন্ন ফ্ল্যাট মালিকের অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content