রাজনীতি

ছাত্র-জনতার দখলে গণভবন, আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুর

  প্রতিনিধি ৫ আগস্ট ২০২৪ , ১০:৩১:১৮

শেয়ার করুন

গণভবনের দখল নিয়েছেন ছাত্র জনতা। এর আগে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। সোমবার বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন।

আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আগুন

রাজধানীর ধানমন্ডির ৩/এ–তে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কার্যালয়ে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। সোমবার বিকালে আগুন দেন তারা। সেখানে এখন স্লোগান দিচ্ছেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা ও ভাঙচুর

রাজধানীর ধানমন্ডির স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করছেন আন্দোলনকারীরা। দুপুর সাড়ে ৩টার দিকে হামলার ঘটনা ঘটে। ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content