প্রতিনিধি ২১ মে ২০২৩ , ৭:২৮:২২
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় ও শঙ্কা ততই বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নেতাকর্মী ও হাতপাখার লোকেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার পরেও বিভিন্ন এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জরিমানা ও প্রচার কাজে বাধার সৃষ্টি করছেন। একজন মেয়র প্রার্থীকে ৫ জন লোক নিয়ে গণসংযোগ করার কথা বলে নির্বাচনী কার্যক্রমে তারা আমাদেরকে দুর্বল রাখতে চাচ্ছেন। প্রশাসন সরকারি দলের প্রার্থীকে সব দিক থেকে ফেরার করছে। নির্বাচনী মাঠ সবার জন্য সমতল নয়। আজ গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি উপরোক্ত কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, গণমাধ্যমের রিপোর্ট বলছে সরকার দলীয় প্রার্থী বিশাল গাড়ি বহর নিয়ে প্রচারণা চালালেও সে বিষয়ে ম্যাজিস্ট্রেটগণ নীরব? ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্বথেকে অফিস থাকলেও এখানে উদ্দেশ্যমূলক জরিমানা করে কর্মীদের মনোবল ভেঙে দেবার অপচেষ্টা করা হয়েছে। এভাবে চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা মনে করি না।