প্রতিনিধি ১১ আগস্ট ২০২৪ , ৫:০৪:২৮
বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। এই সময়ে অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতে অস্থিতিশীল করতে পারে। সে জন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংকের এক হিসাব থেকে দুই লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। আজ রোববার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই সিদ্ধান্ত চলবে।
গতকাল শনিবার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
ওই নির্দেশনায় বলা হয়, নিরাপত্তার কারণে ব্যাংকের বিভিন্ন শাখায় টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে। এ জন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে বলে নির্দেশনায় বলা হয়।
তবে যেকোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন গ্রাহকরা।
উল্লেখ্য, এর আগে নিরাপত্তার স্বার্থে গত বৃহস্পতিবার ব্যাংকের এক হিসাব থেকে নগদ এক লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল।