সারাদেশ

সেন্টমার্টিন ভ্রমণে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালুর পরিকল্পনা

  প্রতিনিধি ৫ সেপ্টেম্বর ২০২৪ , ৪:১৫:১৫

শেয়ার করুন

প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, পর্যটক সীমিত করা, দ্বীপে প্রবেশে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন ইত্যাদি পরিকল্পনা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে এক সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আব্দুল হামিদ।

তিনি বলেন, রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক সেন্টমার্টিন দ্বীপে যেতে পারবে না। পর্যটক সীমিত করে পরিবেশ রক্ষার পাশাপাশি দ্বীপে মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, পাহাড় কাটা ও জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এর জন্য জিরো টলারেন্স ঘোষণা করেছে মন্ত্রণালয়। দেশের নদীগুলোর দূষণ নিয়ে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে এ বিষয়ে পরিবেশ অধিদফতর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি।

প্লাস্টিক ব্যবহার বন্ধের বিষয়ে তিনি বলেন, দ্রুতই কক্সবাজার শহরকে প্লাস্টিক মুক্ত করার জন্য কাজ শুরু করা হবে। এ সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে সবার সহযোগিতাও কামনা করেন তিনি।’

এর আগে, ২০২৩ সালে প্রবালদ্বীপটিতে প্রবেশে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে একটি প্রজ্ঞাপনে জানিয়েছিল পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দ্বীপে প্রবেশে নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান ও ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করার কথাও বলা হয়েছিল। তবে বিষয়টি পরবর্তীতে আলোর মুখ দেখেনি।

প্রসঙ্গত, নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটন মৌসুম থাকে। বছরের এ সময়টিতে দ্বীপটি উল্লেখযোগ্য সংখ্যক পর্যটক যাতায়াত করে থাকে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content