প্রতিনিধি ২৮ সেপ্টেম্বর ২০২৪ , ৯:১৬:৪০

নিজস্ব প্রতিনিধি :
বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) নামে ভারতের রাম গিনি মহারাজ ও নিতিশ রানা যে কটুক্তি করেছে তার প্রতিবাদে আজ শনিবার ২৮ শে সেপ্টেম্বর সকাল ৯ টায় দেবহাটা উপজেলার সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল্লাহ কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত বক্তারা বলেন, সারাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বের মানুষের হেদায়েতের জন্য প্রেরিত রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলাম ধর্মকে ভারতের কুলাঙ্গার সরকার ও তার তোষামোদ বাহিনী জঘন্যভাবে অপমান করেছে। সারাবিশ্বের মুসলমানদের বুকের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে, সারাবিশ্বের মুসলমান জেগে উঠেছে। আমরা সারাবিশ্বের সকল মুসলমান একত্রে ভারতের ওইসব কুলাঙ্গারসহ সকল ইসলামবিরোধীদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো।
বিশ্বমানব মহানবি (সা.)-কে ও ইসলামের নামে কটূক্তি সারাবিশ্বের মুসলমানদের হৃদয়ে আঘাত করেছে। আমরা শিক্ষার্থীরা সারাবিশ্বের মুসলমানদের সঙ্গে একাত্মতা পোষণ করে এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ক্ষোভ প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন – আমাদের প্রাণ প্রিয় নবী যাকে আমরা জীবনের চেয়েও বেশি ভালোবাসি সেই রাসুলের (সা.)-এর প্রতি যে অবমাননা করা হয়েছে তার প্রতি আমরা সাধারণ ছাত্রজনতা তীব্র প্রতিবাদ জানাই। সারাবিশ্বের মুসলমানরা একটা দেহের মতো কোনো একটা অঙ্গ ব্যথা পেলে সারা দেহ ব্যথা পাই। আজ যেভাবে ভারতে মুসলমান ভাইবোনদের ওপর নির্যাতন-চালানো হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে—এসবের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সারাবিশ্বের কোথাও ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে কোনো অন্যায় অত্যাচার হলে সারাবিশ্বের মুসলমানরা বসে থাকবে না।
মো:রিয়াজুল ইসলাম /হক_কথা











