আন্তর্জাতিক

জাতিসংঘ মহাসচিব গুতেরেসের ওপর নিষেধাজ্ঞা দিল ইসরায়েল

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ২:৩৭:৫৩

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।

শেয়ার করুন

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, জাতিসংঘ মহাসচিবকে ‘পারসনা নন গ্রাটা’ ঘোষণা করা হয়েছে। তিনি ইসরায়েলে প্রবেশ করতে পারবেন না। খবর বিবিসি।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কাটজ বলেছেন, গুতেরেস একজন ইসরায়েল-বিরোধী জাতিসংঘ মহাসচিব। তিনি সন্ত্রাসীদের সমর্থন করেন।

ইরান মঙ্গলবার প্রায় ১৮০ টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ার পর স্যোশার মিডিয়া সাইট এক্সে গুতেরেস প্রতিক্রিয়া প্রকাশ করে লেখেন, তিনি মধ্যপ্রাচ্যে একের পর এক উত্তেজনার মধ্য দিয়ে সংঘাত বাড়িয়ে তোলার নিন্দা জানাচ্ছেন। এই সংঘাত ‘বন্ধ হতে হবে’।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আজ আমি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলে পারসনা নন গ্রাটা ঘোষণা করছি এবং তাঁর ইসরায়েলে প্রবেশ নিষিদ্ধ করলাম। যেকোনো ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলে ইরানের ঘৃণ্য হামলার সমালোচনা করতে না পারলে, যেটা বিশ্বের বেশির ভাগ দেশ করেছে, তিনি ইসরায়েলের মাটিতে পা রাখতে পারেন না।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তোনিও গুতেরেস তাদের সঙ্গে থাকুক বা না থাকুক ইসরায়েল নিজেদের নাগরিকদের সুরক্ষা ও জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে কার্যক্রম অব্যাহত রাখবে।

উল্লেখ্য, গত মাসে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের প্রায় ছয় দশকের দখলদারির অবসান চেয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের একটি প্রস্তাব গৃহীত হয়। প্রায় সব দেশ প্রস্তাবটির পক্ষে সমর্থন দেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content