আইন-শৃঙ্খলা

মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান, গ্রেফতার ৭

  প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২৪ , ১২:০৬:৫২

0Shares

শেয়ার করুন

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৭ জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় দুইটি পিস্তল, ২০ রাউন্ড বুলেটসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ১১টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযানে সহায়তা করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, মূলত গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলকে গ্রেফতারের জন্য জেনেভা ক্যাম্পে অভিযান চালানো হয়। এসময় তাকে গ্রেফতার করতে না পারলেও তার সঙ্গীদের ধরতে সক্ষম হয় সেনাবাহিনী।

গত ২ দিনের বিশেষ অভিযানে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ গ্রেফতার হওয়ায় নিরাপত্তাহীনতায় থাকা মোহাম্মদপুরবাসীর মনে কিছুটা স্বস্তি ফিরে আসছে। সন্ত্রাস দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আভিযানিক দলটি।

এদিকে আইএসপিআর জানায়, রোববার (২৭ অক্টোবর) দিন ও রাতে মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র ব্রিগেড ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেফতার করে। এতে খুনের আসামিসহ ছিনতাইকারী, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের সদস্যরা রয়েছেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content