প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ৪:১৯:১০
কারা নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে টংগীতে বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতা কর্মী ও সাধারণ জনতা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর নতুন বাজার ক্যাপরি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ করেন গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মীরা।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নূরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহানূর ইসলাম রনি ।
রনি সরকার বলেন, অন্যায়ভাবে আমার বাবাকে ২০ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি করে রেখেছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকার। বক্তারা বলেন, টংগী বাসীর জনপ্রিয় নেতা নূরুল ইসলাম সরকারের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষাণীত হয়ে রাজনীতি থেকে দূরে রাখতে একটি মিথ্যা হত্যা মামলায় তাঁকে বছরের পর বছর কারাবন্দী করে রাখা হযেছে। আশা করি অবিলম্বে বর্তমান সরকার
তাঁকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন বিক্ষোভকারীরা।