প্রতিনিধি ১ জুন ২০২৩ , ৪:১৫:১০
জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেছেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই মনে হচ্ছে। কিছুক্ষণ আগে তথ্যটি মুন্নী স্বীকার করেছেন। বলেছেন, পদত্যাগ করা ছাড়া তার সামনে আর কোনো বিকল্প ছিল না। গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা সমালোচনা চলছিল।
উল্লেখ্য যে, এটিএন নিউজের শুরু থেকেই তিনি এই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন। ভোরের কাগজ দিয়ে তার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। মুন্নী সাহা বহু জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলি টেলিভিশনের পর্দায় উপস্থাপন করেছেন।