প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৪ , ১২:৩০:৪৮
স্টাফ রিপোর্টার:সাতক্ষীরার দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমান আদালতে ১ মাদক ব্যবসায়ীকে সাজা প্রদান করা হয়েছে। এসময় আটককৃতের নিকট থেকে গাজা ও সরঞ্জামাদী উদ্ধার করা হয়। জানা গেছে, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ২৯ ডিসেম্বর দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে দেবহাটা সদরের পিয়ার আলীর ছেলে আশিকুর রহমানকে গ্রেফতার করেন। এসময় তার নিকট থেকে গাজা ও গাজার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। পরে ইউএনও মোঃ আসাদুজ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর ৪২ এর ১ ধারায় আটককৃতকে ১০ দিনের কারাদন্ড প্রদান করেন ও ৫০০০ টাকার জরিমানার আদেশ প্রদান করেন। জরিমানা অনদায়ে আরো দশ দিনের কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, মাদক হচ্ছে যুবসমাজ ধ্বংসের হাতিয়ার। তাই এধরনের অপরাধীরা সমাজ ও দেশের শত্রু। তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।
মো:-রিয়াজুল ইসলাম/হক_কথা