প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫১:৩০

নিজস্ব প্রতিবেদক:ফেনী জেলার সোনাগাজী-ফেনী আঞ্চলিক সড়কে লক্ষীপুর পুরাতন রাস্তার মাথা নামক স্থানে আজ সকাল ৭টায় সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত ও আরো তিনজন আহত হন। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের বাসিন্দা এবং তিনি চট্টগ্রামের একটি মুদি দোকানের কর্মচারী।
বিষয়টি সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ বায়েজিদ আকন নিশ্চিত করেছেন।
আলাউদ্দিন/হক_কথা

















