আন্তর্জাতিক

দিল্লি রেলস্টেশনে ভিড়, হুড়োহুড়িতে ১৮ জনের প্রাণহানি

  প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৫৬:৪৭

0Shares

শেয়ার করুন

ভারতের দিল্লি রেলস্টেশনে মহাকুম্ভের পূণ্যার্থীদের ভিড়-হুড়োহুড়িতে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জন নারী ও ৪ শিশু রয়েছে। আহত কয়েকশ’।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে প্রয়াগরাজের উদ্দেশে রেলস্টেশনে জড়ো হন হাজার হাজার মানুষ। দু’টি ট্রেন বাতিল হওয়ায়, বাড়তে থাকে ভিড়। রাত ৮টার দিকে শুরু হয় হুড়োহুড়ি। ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি।

একটি ট্রেন থামতেই হুমড়ি খেয়ে পরেন পূন্যার্থীরা। ভিড়ের চাপে তৈরি হয় দমবন্ধকর পরিস্থিতি। পদদলিত হন অনেকে।

নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মিলেও নিয়ন্ত্রণ করতে পারেনি ভিড়। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেনসহ অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়। প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্দেশ দিয়েছেন তদন্তের।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content