প্রতিনিধি ১১ মার্চ ২০২৫ , ৪:০৬:৫৯
মো:আলম খন্দকার: চারদিকে শুধু সন্দেহর বশত গণপিটুনিতে মানুষ হত্যা। হত্যাসতর্কতা অবলম্বন উত্তম সিদ্ধান্ত।
মনে আছে মিথ্যা বাচ্চা চুরির অপবাদ দিয়ে রেনু নামের বোনটিকে নির্ম*মভাবে পিটিয়ে হ*ত্যা করা হয়েছিলো?
এখন দেশে ছিনতাই হচ্ছে, ছিনতাইকারীদের কে অনেক খানে পিটি*য়ে মা*রা হচ্ছে। বা নির্দয়ভাবে নির্যা*তোন করা হচ্ছে। লক্ষ্য রাখবেন বোন রেনুর মতো কোনো নিরপরাধ মানুষের জীবন যেনো আর না যায়।
ছিনতাইকারী ধরার পর শতভাগ নিশ্চিত হোন। তার পরিচিত কাউকে কল করুন। তার মা বাপ ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে কথা বলুন। জেনে নিন সে ভালো না খারাপ। কোথায় থাকে কি কাজ করে ইত্যাদি।মনে রাখবেন একটি ভুলে একটি জীবন থেমে যাওয়া ও একটি পরিবারের আজীবনের জন্য কান্না।
শেষকথা হলো নির্মমতা, বিচারবহির্ভূত হ*ত্যা, নারী ও শিশুদের হেয়প্রতিপন্ন করা, আইন নিজের হাতে তুলে নেওয়ার অপচেষ্টা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য না।
বিচার করার জন্য দেশের আইন আছে আদালত আছে, আইনের হাতে তুলে দিন, আপনার একটি ভুলে বাকী দশটি জীবন হয়তো দংশহয়ে যাবে, সময় থাকতে সাধুসাবধান।