রাজনীতি

থানায় মিয়ে শাওনকে নির্যাতনের অভিযোগযোগ

  প্রতিনিধি ১৩ মার্চ ২০২৫ , ১০:১২:৫১

0Shares

শেয়ার করুন

মো:আলাউদ্দিন খন্দকার:জুলাই বিপ্লবের পর পুলিশ লীগের এত বড় সাহস হয় কি করে।চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতা শাওন কাবী রিজাকে থানায় নিয়ে নির্যাতন করেছে পুলিশ‌।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তার ক্ষত-বিক্ষত শরীরের ভিডিও প্রকাশ পায়।ভিডিওতে ছাত্রদল নেতা শাওন কাবী রিজাকে বলতে শোনা যায়, আমাকে ডেকে নিয়ে গিয়ে বলল, ‘তুমি আসো।’ পরে আমি গেলাম। এরপর হঠাৎ করে আমাকে পেছন থেকে ধরে থানায় নিয়ে গেল। থানায় নেওয়ার পর ৬-৭ জন মিলে আমাকে পিস্তল দেখিয়ে ইচ্ছেমতো মারধর করতে থাকে। পরে তারা আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে বলে, ‘তিনি আমাদের বড় অফিসার, ওনার কাছে সব বলো, আমরা কি তোমাকে মারধর করেছি?ভয়ে আমি তখন বললাম, ‘না।’তিনি আরও বলেন, তারা আমাকে বলে, ‘তোর মতো ছাত্রদল নেতাকে মেরে ফেললেও কিছু হবে না।’ এরপর আমাকে সেলে আটকে রাখল এবং সারাদিন কিছু খেতে দিল না। পরে আমাকে চালান করে দেওয়া হলো।আরেকটি ভিডিওতে দেখা যায়, শাওন কাবী রিজা ক্ষত-বিক্ষত শরীর দেখিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, ‘ভাই দেখেন, আমারে কি মারা মাইরছে।

এদিকে আটকের পর বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫, দুপুরে জামিনে মুক্তি পায় ছাত্রদলের এই নেতা।
এর আগে মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে আটক করে ফরিদগঞ্জ থানার পুলিশ। বুধবার (১২ মার্চ) দুপুরে তাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।এদিকে, আটক থাকা অবস্থায় থানায় শাওন কাবী রিজাকে নির্যাতন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content