প্রতিনিধি ১৪ মার্চ ২০২৫ , ৪:৫১:৩২
মো:আলম খন্দকার:মাঝে মাঝে মনে হয় এই লোকটাকে আল্লাহ বাংলাদেশের জন্য একটা বিশেষ রহমত স্বরুপ পাঠিয়েছেন। অভ্যুত্থানের পরে টালমাটাল একটা দেশকে সামলানো কি চাট্টিখানির কথা! সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, পুলিশ প্রশাসনের অসহযোগিতা, আমলাতান্ত্রিক জটিলতা, একের পর এক ষড়যন্ত্র তারপর পাশের দেশের দাদাদের চোখ রাঙানো তো আছেই সবকিছু সামলে দেশটাকে একটা পর্যায়ে নিয়ে আসা কম কথা না।
তার আউটস্ট্যান্ডিং গ্লোবাল নেটওয়ার্ক, ইকোনোমির ডিপ নলেজ যে আমাদেরকে কত রকম সংকট থেকে উদ্ধার করেছে তা হয়তো আমরা কল্পনাও করতে পারবো না। দেশে দুর্ভিক্ষ লাগতে পারতো, গৃহযুদ্ধ লাগতে পারতো, সেনাশাসন জারি হইতে পারতো আরো কত কি!কৃতজ্ঞতা ড. ইউনুস। আশা রাখবো ইন্ডিয়ার চোখ রাঙানি, পশ্চিমা শাসানি কোনোটার গ্লানি-ই যেন আমাদের না বইতে হয়।