প্রতিনিধি ১৬ মার্চ ২০২৫ , ৫:১২:৩৪
জসিম তালুকদার, চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মৃত কর্মচারীর পেনশনের টাকা নিয়ে জালিয়াতির মাধ্যমে আত্মসাতের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগের ভিত্তিতে দুদকের একটি টিম বিদ্যুৎ অফিসে অভিযান চালায়।
অভিযান পরিচালনা করেন দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ।
দুদক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগে ইলেক্ট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন মোজাফফর আহমেদ। তিনি মারা যাওয়ার পর তার তিন সন্তানের মধ্যে সবার ছোট নাবালক ইমাম উদ্দিনের নামে একটি জাল পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে পেনশনের ১৫ লাখ টাকা আত্মসাৎ করে বিদ্যুৎ বিভাগের পেনশন শাখা। মোজাফফর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা ছিলেন।
দুদক চট্টগ্রাম-১-এর উপ-পরিচালক সুবেল আহমেদ বলেন, দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে মৃত কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন সংক্রান্ত জালিয়াতি করে নমিনি কর্তৃক এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে টাকা উত্তোলনের প্রাথমিক অনুসন্ধানে কাগজপত্র সংগ্রহ করেছি। পরে প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়।