প্রতিনিধি ১৭ মে ২০২৫ , ৪:৪০:৩১

নোয়াখালী প্রতিনিধি,মোঃ একে আজাদ:-
জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত তরুণদের সংগঠন *জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার* অন্তর্গত *৩ নং ডমুরুয়া ইউনিয়ন শাখার* ২৬ সদস্য বিশিষ্ট *আংশিক কমিটি গঠন* করা হয়েছে।
এই নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন:
*সভাপতি:* জনাব *সাখাওয়াত হোসেন পলাশ*
*সাধারণ সম্পাদক:* জনাব *ওমর ফারুক*
আমরা *জিয়া সাইবার ফোর্স সেনবাগ উপজেলার পক্ষ থেকে* নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কমিটির সকল সদস্যদের জানাই *অন্তরের গভীর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।*
এই আংশিক কমিটি ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ও কার্যকর সংগঠনে পরিণত হয়ে গণতন্ত্র, দেশপ্রেম ও বিএনপির আদর্শকে সামনে রেখে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা রাখি।
সংগঠনের সুসংগঠিত বিকাশ এবং ইউনিয়ন পর্যায়ে দেশপ্রেমিক কর্মীদের ঐক্যবদ্ধ ও সঠিক দিকনির্দেশনায় পরিচালনা করার জন্য নবনির্বাচিত কমিটির প্রতি রইল আমাদের সর্বাঙ্গীণ সহযোগিতা ও অনুপ্রেরণা।
*জিয়া সাইবার ফোর্স
সেনবাগ উপজেলা, নোয়াখালী*


















