ঢাকা

উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত দ্বীনি শিক্ষা প্রদর্শনী ও মাহফিল অনুষ্ঠিত হয়

  প্রতিনিধি ২৩ মে ২০২৫ , ৭:১১:৫৮

শেয়ার করুন

মো: রাজু আহম্মেদ তাইজুল : রাজধানীর উত্তর খান এলাকায় উন্মুক্ত ইসলামী শিক্ষা ফাউন্ডেশন পরিচালিত দ্বীনি শিক্ষা প্রদর্শনী ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২৩ মে ২০২৫ রোজ শুক্রবার বাদ আসর এই অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস মুফতি মাসউদুল করীম কাসেমী শায়খুল হাদীস ও মুহতামিম, টঙ্গী দারুল উলূম মাদরাসা, মহাপরিচালক, উম্মুক্ত ইসলামি শিক্ষা ফাউন্ডেশন। সবক প্রদান করেছেন ফকিহুন নাফ্স আল্লামা মুফতী দিলাওয়ার হুসাইন শাইখুল ইসলাম আল্লামা মূফতী তাকী উসমানী দামাত বারাকাতুহ এর বিশিষ্ট খলিফা। শাইখুল হাদীস ও প্রধান মূফতি, দারুল উলুম মিরপুর ১,মসজিদুল আকবর কমপ্লেক্স ঢাকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সাইদুর রহমান প্রতিষ্ঠাতা,আতাহ এন্ড খান একাডেমি ও আতাহ ফাউন্ডেশন। অনুষ্ঠানে বয়ান পেশ করেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুহতামিম, মারকাযুত তারবিয়্যাহ, ঢাকা, বয়ান পেশ করেন হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদীস জামিয়াতুন নুর আল কাসেমিয়া উত্তরা ঢাকা। আরো বয়ান করেন, মুফতি কেফায়েতুল্লাহ আল-আযহারী, মুহতামিম, জামিয়াতুল মানহাল আল-কওমিয়া,ডিয়াবাড়ি ঢাকা। আরে বয়ান পেশ করেন মাওলানা মুফতী আব্দুস সালাম কাসেমী, সিনিয়র মুহাদ্দিস জামিয়া নুরীয়া টঙ্গী অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তরের উত্তর খান, দক্ষিণ খান, ও খিলক্ষেত থানার মসজিদ সমূহে সবার জন্য কোরআন ও দ্বীনি শিক্ষা প্রকল্পের বয়ষ্ক শিক্ষার্থীদের পবিত্র কুরআন এর সবক প্রদান করা হয়। এতে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির গণমাধ্যম ও বৃহত্তর উত্তরা প্রেস ক্লাবের এবং স্থানীয় গণমাধ্যম সহ এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি উত্তর খান চাঁনপাড়া কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মাঠে শত শত মানুষ উপস্থিত থাকেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content