সারাদেশ

নলচিরা ঘাটে স্টিমার থেকে নেমে কাদার মধ্যে হাঁটতে হচ্ছে যাত্রীদের

  প্রতিনিধি ৩ জুন ২০২৫ , ১০:০৫:২৩

শেয়ার করুন

শাহাদাত হোসাইন, হাতিয়া প্রতিনিধি-

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ নলচিরা ঘাটে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্টিমারযাত্রা শেষে যেখানে যাত্রীদের পল্টনের সাহায্যে নিরাপদে নামার কথা, সেখানে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ঘাটে পল্টন থাকলেও তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ নৌবাহিনীর একটি এল৯০৩ মডেলের জাহাজ দীর্ঘদিন ধরে ঘাটে নোঙর করা অবস্থায় আছে। এর ফলে স্টিমারগুলো পল্টনে ভিড়তে পারছে না, বাধ্য হয়ে যাত্রীদের কাদামাটি ও পানির মধ্য দিয়ে ঘাটে নামতে হচ্ছে। এতে করে নারী, শিশু ও বৃদ্ধসহ শত শত যাত্রীর জন্য দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে।

স্থানীয় এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন,
**“নৌবাহিনীর জাহাজ থাকার কারণে পল্টন ব্যবহার করতে পারি না। অথচ এই জাহাজ থাকার উদ্দেশ্যই ছিল জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। এখন সেটাই বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।”**

যাত্রীরা অভিযোগ করেছেন, কোনও ধরণের পূর্ব সতর্কতা বা বিকল্প ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগের শিকার হচ্ছেন তাঁরা। ঈদুল আজহা সামনে রেখে যাত্রীসংখ্যা বাড়ছে, ফলে স্টিমারগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে আসছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

স্থানীয় বাসিন্দারা নলচিরা ঘাটের এই অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা পল্টন ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষের চলাচলে নিরাপত্তা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content