সারাদেশ

হাতিয়ায় ব্যবসায়ীর উপর বর্বরোচিত হামলা, বিচারের দাবিতে মানববন্ধন

  প্রতিনিধি ৪ জুন ২০২৫ , ১২:২৬:১৫

শেয়ার করুন

শাহাদাত হোসাইন হাতিয়া প্রতিনিধি:

আজ নোয়াখালীর হাতিয়া উপজেলার ১নং হরণী ইউনিয়নে এক বর্বরোচিত হামলার শিকার হয়েছেন স্থানীয় ব্যবসায়ী নবীর মেস্তরি। গত ২৮ এপ্রিল, ২০২৫ তারিখে হাতিয়া বাজারের দুই দুর্বৃত্ত ইসমাইল ও ফারুকের আক্রমণে নবীর মেস্তরির হাতের কব্জি কেটে ফেলার মতো গুরুতর ঘটনা ঘটেছে। এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৪ মে, ২০২৫ তারিখে হাতিয়া বাজারে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়: গত ২৮ এপ্রিল রাত আনুমানিক ১১.০০টা হাতিয়া বাজারের ব্যবসায়ী নবীর মেস্তরির উপর অতর্কিত হামলা চালায় ইসমাইল ও ফারুক নামের দুই ব্যক্তি। এই হামলায় নবীর মেস্তরি গুরুতর আহত হন এবং তার হাতের কব্জি কেটে ফেলা হয় বলে স্থানীয় সূত্রে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

হামলার বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ বিকেল ৪ টায় হাতিয়া বাজারে সম্মিলিতভাবে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে হাতিয়া বাজারের ব্যবসায়ী সমিতি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে বক্তারা ইসমাইল ও ফারুকের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। একইসাথে, নবীর মেস্তরির উপর হামলার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।

এলাকাবাসীর একটাই দাবি, এমন জঘন্য অপরাধের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content