সারাদেশ

হাতিয়ায় হতদরিদ্রদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে আবদুল হাই ভূইয়া পাঠাগার

  প্রতিনিধি ৮ জুন ২০২৫ , ৮:১৭:৪১

শেয়ার করুন

শাহাদাত হোসাইন, হাতিয়া প্রতিনিধি-

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নোয়াখালী হাতিয়ার মাইজদী বাজারের সামাজিক সংগঠন আবদুল হাই ভূইয়া পাঠাগার হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে।

রবিবার (৮ জুন) পাঠাগার প্রাঙ্গণে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রচার সম্পাদক মোঃ আরিয়ান আজাদ, সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানান এবং এই প্রচেষ্টাকে সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content